প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 13, 2025 ইং
নির্বাচন বানচাল করতে একটি মহল ভারতে বসে ষড়যন্ত্র করছে- টুকু

নির্বাচন বানচাল করতে একটি মহল ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি'র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা এ দেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায়না, গনতন্ত্র চায়না তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। নৈরাজ্য করে নির্বাচন বানচাল ও গনতন্ত্র হত্যার ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ দেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব একমাত্র বিএনপি'র কাছেই নিরাপদ বলে জানান বিএনপির কেন্দ্রীয় এ নেতা।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com